প্রকাশিত: Fri, Dec 22, 2023 8:39 PM
আপডেট: Tue, Jan 27, 2026 6:43 AM

[১]রাজবাড়ীতে শিক্ষক কারিকুলাম প্রশিক্ষণে নৌকার পক্ষে প্রচারণা

সুজন খন্দকার, রাজবাড়ী: [২] বৃহস্পতিবার কালুখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় এ ঘটনা ঘটে। এতে উপজেলার মাধ্যমিক স্তরের ৪০ টি স্কুল ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা অংশ নেন।

[৩] প্রশিক্ষণ চলাকালে  বেলা সাড়ে ১২ টার দিকে অংশগ্রহণকারী শিক্ষকদের বিদ্যালয় প্রাঙ্গণে একত্রে জমায়েত করা হয়। এসময় শিক্ষদের উদ্দেশ্যে বক্তৃতা করেন পাংশা-কালুখালী শিক্ষক কল্যাণ ট্রাস্টের সভাপতি ও আখরজানি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকলেছুর রহমান এবং রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সফুরা বেগম।

[৪] সফুরা বেগম শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা জাতি গড়ার কারিগর। এবারের নির্বাচনে আপনারা আপনাদের পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধব, আত্নীয়-স্বজনকে বলবেন যাতে সকলেই নৌকায় ভোট দেয়।

[৫] প্রশিক্ষণ কার্যক্রমের মূল পর্ব বাদ দিয়ে শিক্ষক নেতাদের ভোট প্রার্থনায় বিরক্ত হলে শিক্ষিকা সফুরা বেগম শিক্ষকদের উদ্দেশ্যে  এরাতো মানুষই না  বলে মন্তব্য করেন। এমনকি ওই আসনের নৌকার প্রার্থী স্থানীয় এমপির  কাছে শিক্ষকদের বিষয়ে নালিশ করার হুমকি প্রদর্শন করেন।

[৬] এ বিষয়ে সফুরা বেগম বলেন, আমি রাজনীতি করি। আমি জেলা পরিষদের সদস্য, আমি নৌকার পক্ষে ভোট চাইতেই পারি। তবে আমি প্রশিক্ষণ চলাকালে ভোট চাইনি। শিক্ষকরা যখন টিফিনে বের হয়েছিল তখন ভোট চেয়েছি। সম্পাদনা : মুরাদ হাসান